আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের ১৯ আসনে দিয়েছে বিএনপি। গণফোরামকে ৬টি আসন, জেএসডিকে ৫টি, নাগরিক ঐক্য ৪টি এবং কৃষক শ্রমিক জনতা লীগকে ৩টি আসন দিয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরামের মনোনয়ন পেয়েছেন, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর।
জেএসডি থেকে মনোনয়ন পেয়েছেন, সভাপতি আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), শরিফউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪)। সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩), নুরুল ইসলাম মাল (শরীয়তপুর-১)।
নাগরিক ঐক্য ৪টি আসন মধ্যে মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এসএম আকরাম (নারায়ণগঞ্জ-৫), মোফাখরুল ইসলাম (রংপুর-৫), শাহ রহমতউল্লাহ (রংপুর-১), নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪) মনোনয়ন পেয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যে মনোনয়ন পেয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রেসিডেন্ট বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮), টাঙ্গাইল-৪ আসনে রফিকুল ইসলাম ও গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ