জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২১৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেন মুশফিকুর রহিম। অসাধারণ এই ইনিংসটি খেলে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
মুশফিক ৬৩২ রেটিং নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন এটি তাঁর ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান মিরাজেরও। ৫৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তাইজুল ২৭তম এবং ৫৮০ রেটিং পয়েন্ট নিয়ে মিরাজ আছেন ২৮তম স্থানে।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং ৯৩৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩।
আর অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৪০৪ রেটিং পয়েন্ট তাঁর।
বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে। গত ১২ নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে আরেকটি ডাবল সেঞ্চুরি করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুটি দ্বিশতক করেছেন মুশফিক। বিশ্বের একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করেন তিনি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ