শোডাউনকারীদের মনোনয়ন দেওয়া হবে না: মির্জা ফখরুল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

শোডাউনকারীদের মনোনয়ন দেওয়া হবে না: মির্জা ফখরুল

Share This

কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপ্রত্যাশীরা কার্যালয়ের সামনের মূল রাস্তায় অবস্থান নিলে তাদের গলিতে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনি বিধি ও দলীয় নির্দেশনা অমান্য করে বিএনপির যে সব মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিতে এসে তার কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২১ নভেম্বর, বুধবার সকাল ১০টা থেকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শেষ দিনের মতো দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। এক পর্যায়ে নেতা-কর্মীরা কার্যালয়ের বাইরে জড়ো হলে তিনি এই ‍হুঁশিয়ারি দেন।

এদিন সকালে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী, সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। এতে স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

তখন মির্জা ফখরুল চেয়ারপারসনের কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে মাইকে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘শেষবারের মতো বলছি, এখন যারা কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তারা শোডাউন বন্ধ করুন। মূল রাস্তা ছেড়ে দিয়ে পাশের গলিতে অবস্থান করুন। সড়কে শৃঙ্খলা বজায় রাখুন। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করবেন না।’

‘যারা শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কাজের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাবেন, তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না।’

বুধবার সকালে থেকে দেখা যায়, গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের প্রবেশ পথ থেকে ৮৭ নম্বর রোডের মাথা পর্যন্ত দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। এরপর চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশের রাস্তায় নেতাকর্মীদের সরব উপস্থিত রয়েছে। এতে করে রাস্তায় যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

গত ১৮ নভেম্বর সকালে রংপুর এবং বিকেলে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্য‌মে দলীয় প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করে বিএনপি। গত ১৯ নভেম্বর সকালে বরিশাল ও বিকেলে খুলনা বিভাগের এবং ২০ নভেম্বর সকালে চট্টগ্রাম এবং বিকেলে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিত লক্ষ্য করা যায়। যদিও প্রত্যক দিনের রাস্তা বন্ধ না করতে নির্দেশনা দেওয়া হয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ