সিলেট নগরীর তালতলা গণপূর্ত বিভাগের অফিসে আগুন লেগে ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার(১৭ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ডিডি তন্ময় বিশ্বাস বলেন, গণপূর্ত বিভাগে আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় ৪লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুন থেকে প্রায় ১০লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ