কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ৫নং রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৭ টার দিকে জি-২ জোন, কিউ ব্লকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ক্যাম্পের আবদুল গফুরের ছেলে হামিদ উল্লাহ (১৫), মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৪০), ইমাম শরীফের ছেলে সরওয়ার (২৫), আবদুল হাকিমের ছেলে নুরুল আলম (৩০), আবদুল মালেকের ছেলে আবদুল কাদের (১৮), মোঃ জাফরের ছেলে ফয়েজ উল্লাহ (৪), মোহাম্মদ জমিরের ছেলে আনোয়ার খালেদ (৫), মোঃ শরীফের ছেলে এজাজুল হক (১০) ও মোহাম্মদ হাশিমের মেয়ে তসলিম (১০)। তাদেরকে গুরুতর আহতাবস্থায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পের হেড মাঝি মোঃ ইউছুপ জানান, কুতুপালং জি-২ জোন কিউতে রোহিঙ্গা মোঃ ইলিয়াছ সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। ওই সময় অন্যান্য রোহিঙ্গারা সেটি দেখছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জন আহত হয়।
উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ