সেরা পাঁচের শীর্ষে তামিম - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সেরা পাঁচের শীর্ষে তামিম

Share This

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল। দলটির বিপক্ষে ২০০৯ থেকে এখন অবধি ৭৫০ রান সংগ্রহ করে সবার শীর্ষে এই বাঁহাতি ব্যাটসম্যান।

দেশে এবং দেশের বাইরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছেন তামিম। যেখানে ৩৭.৫০ গড়ে এই রান সংগ্রহ করেছেন তিনি। তাঁদের বিপক্ষে একটি শতক এবং পাঁচটি অর্ধশতক রয়েছে তাঁর।

৬৩০ রানে নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজদের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছেন সাকিব। ৪৫ গড়ে এ রান তুলেছেন দলটির বিপক্ষে। কোন শতক না হাঁকালেও ছয়টি অর্ধশতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সাকিবের পরেই রান সংগ্রহের দিকে অবস্থানটি ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ১০টি টেস্ট খেলেছেন তিনি, ৩৪.৫০ গড়ে রান তুলেছেন ৬২১। যেখানে একটি শতক এবং দুটি অর্ধশতক রয়েছে দেশের অন্যতম এই সেরা ব্যাটসম্যানের।

ক্যারিবিয়ানদের বিপক্ষে রান সংগ্রাহকের এই তালিকায় চতুর্থ স্থানটি এক সময় বাংলাদেশের হয়ে খেলা নাসির হোসেনের। ছয় ম্যাচ খেলে ৩৬৬ রান নিয়ে এই স্থানে এখনও রয়েছেন তিনি।

পঞ্চম স্থানটিতে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আট ম্যাচে ২৩ গড়ে ৩৫৯ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি অর্ধশতক রয়েছে তাঁর।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ