চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

Share This

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তার ওপর বসে স্লোগান শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে কয়েকশ’ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেয়। অবসরের বয়স বাড়ে কিন্তু প্রবেশের কেন নয় এ যুক্তিতে শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দেয়।

বিক্ষোভকারীদের দাবি, সরকার সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য ৬০ বছর করা হয়েছে। শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে। অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে। এতে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে। এদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সড়ক অরোধের কারণে শাহবাগ মোড় থেকে চার দিকে যাওয়ার পথেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার হয় নগরবাসী।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ