নেত্রকোনার তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। তার গাওয়া ‘অপরাধী’ গান হঠাৎ পাল্টে দিয়েছে জীবনের চিত্রপট। প্রকাশের মাসখানেকের মধ্যে ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিংয়ে সেরা ১০০ গানের মধ্যে জায়গা করে নেয় এই গানটি। শুধু তাই নয়, ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিংয়ে বিশ্বখ্যাত জনপ্রিয় শিল্পী অ্যাডেলে আর টেলর সুইফটকে পেছনে ফেলে আরমান আলিফের এই গান।
ঈদুল আজহা উপলক্ষে গত ২০ আগস্ট জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার গাওয়া ‘নেশা’ শিরোনামের গান। প্রকাশের বিশ দিনের মধ্যে এ গানটি প্রায় দেড় কোটিবার দেখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৯১০ বার। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন আরমান আলিফ।
আরমান আলিফের একটি গানের দল আছে। ‘চন্দ্রবিন্দু বিডি’ নামের সেই গানের দল থেকে প্রাথমিক সংস্করণ হিসেবে ‘নেশা’ গানটি প্রকাশিত হয়। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন