খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচি শুরু হয়েছে। একই সময়ে সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে মানববন্ধন কর্মসূচি চলছে বলে দলের নেতারা জানিয়েছেন।
একই দাবিতে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে দুই ঘণ্টা প্রতীক অনশনের কর্মসূচিও রয়েছে বিএনপির।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত রয়েছেন।
এই কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
তাদের এ কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে।
এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে। কাছাকাছি অবস্থান নিয়ে আছে পুলিশের সাঁজোয়া যান ও জল কামানের গাড়ি।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন