উদ্বোধনের আগেই ধসে পড়ল তিস্তা-২ সেতুর সংযোগ সড়ক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

উদ্বোধনের আগেই ধসে পড়ল তিস্তা-২ সেতুর সংযোগ সড়ক

Share This

বছরখানেক আগেই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে রংপুরের মহিপুর-কাকিনার তিস্তা দ্বিতীয় সংযোগ সেতুর। বেশ কিছুদিন ধরে এ সেতু দিয়েই লালমনিরহাটের লোকজন রংপুরে যাতায়াত করছেন। যানবাহনও চলছে এ সেতু দিয়ে। শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।

আগামী ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনের দুইদিন আগেই সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেতুটিতে। 

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের ইচলী এলাকার ব্রিজ ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে পড়ে এ পথে যোগায়োগ। 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্ধেশ্বর ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর ২০১২ সালের ১২ এপ্রিল এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরই মধ্যে সেতুর কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশনের কাছ থেকে বুঝে নিয়েছে বাস্তবায়নকারী কালীগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তর।

আগামী ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন উপলক্ষে সেতুর উত্তর পাশে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।

এরই মধ্যে সেতুর সংযোগ সড়কের ইচলী এলাকার একটি ব্রিজের মুখ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। এখন নৌকায় করে চলাচল করছেন পথচারীরা।

স্থানীয়দের অভিয়োগ, এর আগেও ব্রিজের মুখে রাস্তা ধসে পড়লে জোড়াতালি দিয়ে সংস্কার করে সংশ্লিষ্ট দফতর।

লালমনিরেহাটের বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রংপুরের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর কাকিনা-মহিপুর ঘাটে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: