বিয়েতে দোয়া চাইলেন আশরাফুল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিয়েতে দোয়া চাইলেন আশরাফুল

Share This
ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে আকদ সেরে ফেলেছেন গত জুলাইয়ে। এবার ‘আনুষ্ঠানিকভাবে’ বিয়ে করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার আশরাফুল-অর্চি পরিবারের সদস্য এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মালা বদল করলেন।
জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বলে রোমাঞ্চিত আশরাফুল। এনটিভি অনলাইনকে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমার নতুন জীবন যেন সুখের হয় সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই আমার স্ত্রী আর পরিবারের জন্য দোয়া করবেন।’

আশরাফুলের স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী। দুই ভাইবোনের মধ্যে বড় অর্চির বাবা একজন ব্যবসায়ী।
বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হয়েছেন আশরাফুল। ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের জুনে তাঁকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শাস্তির মেয়াদ অবশ্য শুরু হয়েছে ২০১৩ সাল থেকে।
পরে অবশ্য শাস্তি কমিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, ২০১৮ সালের মে মাস পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে আশরাফুলকে। এই সময়ের মধ্যে তিনি আইসিসি ও বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ করলে শেষ তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হৈ চৈ ফেলে দিয়েছিলেন আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। ৬১ টেস্ট খেলে আশরাফুলের সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতক ও আটটি অর্ধশতক। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।