কথা ছিল মোস্তাফিজ আউট হওয়ার পর মুশফিক স্ট্রাইকে থাকলে মাঠে নামবেন। ফিজ আউট হন এক বল বাকি থাকতে। মুশফিক তখন ননস্ট্রাইকে। তামিম তবু ব্যাট হাতে নেমে পড়েন। একটু এদিক-ওদিক হলেই তার ক্যারিয়ারটাই ঝুঁকির ভেতর পড়ে যেত বলে মনে করেন অধিনায়ক মাশরাফী।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের এমন ‘সাহস’ অধিনায়ক মাশরাফীকে মুগ্ধ করেছে। ভাঙা আঙুল নিয়েও শেষ উইকেটে মুশফিকের সঙ্গে একহাতে ব্যাট করেন তিনি। একটি শর্টবল ডিফেন্সও করেন। বাকি বলগুলো থেকে মুশফিক তুলে নেন ৩২ রান। বাংলাদেশ পায় ২৬১ রানের লড়াইয়ের স্কোর।
‘এই ম্যাচের জন্য তামিমকে মানুষের মনে রাখা উচিত,’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, ‘যেকোনো কিছু ঘটতে পারতো। তার ক্যারিয়ারেরও প্রশ্ন ছিল এখানে।’
তামিমের পাশাপাশি মাশরাফী মুশফিকেরও প্রশংসা করেন। মুশফিক ১৫০ বলে ক্যারিয়ার-সেরা ১৪৪ রানের ইনিংস খেলে দলকে রক্ষা করেন। বাংলাদেশ জয় পায় ১৩৭ রানে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ