আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বেশ শক্তিশালী দলগুলোর সঙ্গেই লড়তে হবে তাদের। আর তাই এই টুর্নামেন্টের আগে আগামী অক্টোবরে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়। পহেলা অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুইদল। এরপর ৩, ৪ এবং ৬ অক্টোবর সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এই দুইদল।
আর সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর। মূলত আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখেই নিজেদের প্রস্তুত করতেই এই সিরিজের আয়োজন।
এক নজরে দেখেনিন বাংলাদেশ-পাকিস্তান (নারী দল) সিরিজের সময়সূচী-
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি – ১ অক্টোবর
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি – ৩ অক্টোবর
বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি – ৪ অক্টোবর
বাংলাদেশ-পাকিস্তান চতুর্থ টি-টোয়েন্টি – ৬ অক্টোবর
বাংলাদেশ-পাকিস্তান একমাত্র ওয়ানডে – ৮ অক্টোবর।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন