প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি। সীমান্তের ওপার থেকে বয়ে আসা জল-পাথরের সৌন্দর্য নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। তবে যেখানে সেখানে ময়লা ফেলাসহ নানা কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগও চোখে পড়ে না।
বিছনাকান্দির জল- পাথরের স্বর্গরাজ্য দেখতে প্রতিদিনই ভিড় জমান হাজারও পর্যটক। পর্যটন স্পটের বেহাল দশার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা না থাকার কারণে হতাশ হতে হয় তাদের।
বিছানাকান্দির পরিবেশ রক্ষায় কাজ করছে প্রশাসন। তবে পর্যটকদের সচেতনতার পাশাপাশি পর্যটন স্পটের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ প্রয়োজন।
বিছানাকান্দির অবকাঠামোগত উন্নয়নের দাবি পর্যটকদের।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন