বিছানাকান্দিতে নষ্ট হচ্ছে পর্যটন পরিবেশ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিছানাকান্দিতে নষ্ট হচ্ছে পর্যটন পরিবেশ

Share This

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি। সীমান্তের ওপার থেকে বয়ে আসা জল-পাথরের সৌন্দর্য নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। তবে যেখানে সেখানে ময়লা ফেলাসহ নানা কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগও চোখে পড়ে না।

বিছনাকান্দির জল- পাথরের স্বর্গরাজ্য দেখতে প্রতিদিনই ভিড় জমান হাজারও পর্যটক। পর্যটন স্পটের বেহাল দশার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা না থাকার কারণে হতাশ হতে হয় তাদের।

বিছানাকান্দির পরিবেশ রক্ষায় কাজ করছে প্রশাসন। তবে পর্যটকদের সচেতনতার পাশাপাশি পর্যটন স্পটের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ প্রয়োজন।

বিছানাকান্দির অবকাঠামোগত উন্নয়নের দাবি পর্যটকদের।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: