রবিবার ভোরে জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জানাইয়া গ্রামের গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূর উদ্দিনের বাড়ি এবং উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আব্দুল হাই’র বাড়ি রাজনগ গ্রামে গিয়ে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির তিন নেতা জানান, ভোর রাতে তাদের বাড়ির বসতঘর ও বাংলা ঘরে ঢুকে পুলিশ তল্লাশি চালিয়েছে। তারা বলেন, পুলিশ অযথা তাদেরকে হয়রানী করছে।
তারা হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি জোরদাবি জানান। এ ব্যাপারে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আমাদের নিয়মিত অভিযান ছিল। তাই অভিযান করা হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ