বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসরে থাকবে ডিআরএস - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসরে থাকবে ডিআরএস

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, অনেকটাই এগিয়েছে বিপিএলের ষষ্ঠ আসরের প্রস্তুতি। 

“আমরা আজকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বসেছিলাম। ৫ জানুয়ারি থেকে বিপিএল শুরু করবো। তার জন্য আমরা কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করলাম। প্লেয়ার ড্রাফট হবে ২৫ অক্টোবর।”

“বিপিএলে এবার রিভিউ থাকবে। প্রতি ইনিংসে প্রতিটি দলের জন্য একটি করে রিভিউ থাকবে। প্রতি ম্যাচ একজন করে বিদেশি আম্পায়ার থাকবে।”

আগেই গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, প্রতিটি দল চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। তার তালিকা দিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে।

“গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিরা এবার ড্রাফটে থাকবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।”

কেন ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিলেন ইসমাইল হায়দার।

“এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, তাই আমাদের খেলার তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়েছে। সে সময়ে অন্যান্য লিগও শুরু হবে। ফলে প্রতিটি দলের যে পরিমাণ খেলোয়াড়ের প্রয়োজন হবে, সেটা পূরণ করার জন্য অনিবন্ধিত দুজন করে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিপিএল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ সোহেল। গত ৮ অগাস্ট আফজালুর রহমান সিনহা মারা যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages