মিরপুর ১০ নম্বর থেকে ১৩ নম্বরের দিকে যাওয়া রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের হামলার সময় একজন নারী সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি ছাত্রলীগ কর্তৃক কিশোরদের উপর হামলার অভিযোগ করেন।
ওই নারী বলেন, 'মিরপুর ১০ নম্বরে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে। মিরপুর দশ থেকে ১৩ নম্বরে যাওয়ার রাস্তায় হারম্যান মেইনার স্কুলের সামনে শিক্ষার্থীদের ওপর এই হামলা চালানো হয়।'
ওই নারী যখন কথা বলছিলেন, তখন তার পেছনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর ধাওয়ার দৃশ্য দেখা যাচ্ছিলো এবং শিক্ষার্থীরা এ সময় দৌড়ে সেখান থেকে সরে যাচ্ছিলো।
ওই নারী ভিডিওতে বলতে থাকেন, 'এই শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের বিচারের দাবিতে নেমেছে আর এদের উপর হামলা করা হচ্ছে! আমরা কি এই দেশ চেয়েছিলাম, আমরা কি এ রকম বিচার চেয়েছিলাম!'
উল্লেখ্য, গত রোববার রাজধানীর কুর্মিটোলার হোটেল র্যাডিসন ব্লু হোটেলের সামনে জাবালে নূর নামের দুটি বাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে উঠে যায় বাসের জন্য অপেক্ষারত কয়েকজন শিক্ষার্থীর উপর। এতে সঙ্গে সঙ্গে দুজন শিক্ষার্থীর মৃত্যু হয় এবং নয়জন আহত হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ