আন্দোলনের মধ্যেই বাসের চাকায় পিষ্ট শিশু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আন্দোলনের মধ্যেই বাসের চাকায় পিষ্ট শিশু

Share This

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের মধ্যে সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার সাতক্ষীরা-যশোর মহাসড়ক সংলগ্ন মাধবকাটি বাজারে ঘটনাটি ঘটে। নিহত শিশু বুশরা আক্তার (৪) জেলা সদরের বলাডাঙ্গা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয়রা জানান, বুশরা ও তার চাচা বাইসাইকেলে করে স্থানীয় মাধবকাটি বাজারে আসে। বাজার থেকে চাচার সঙ্গে বাড়িতে যাচ্ছিল। পতিমধ্যে সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেলের পেছনে বসে থাকা বুশরা ছিটকে পড়ে বাসের চাকার নিচে। বাচ্চাটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এসময় চালক বাস নিয়ে সর্বচ্চো গতিতে পালিয়ে চলে যান। সাতক্ষীরা সদর থানার সিমানা অতিক্রম করে কলারোয়া থানার অন্তবর্তী একটি তেল পাম্পে গাড়ি রেখে চালক ও গাড়ির সব স্টাফ পালিয়ে যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ বলেন, ঘাতক বাসটি আটক হয়েছে। চালকসহ অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ