ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুটি এলাকায় লেগুনাচাপায় মো. আবদুল্লাহ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (০৪ আগস্ট) সকাল ১০টার দিকের এ ঘটনার পর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
নিহত মো. আবদুল্লাহ উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি ভৈরবের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার জন্য আবদুল্লাহ নীলকুটি বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় ইটাখোলা থেকে ভৈরবগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে লেগুনাটির ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যান।
এ ঘটনার পর লেগুনার চালককে আটক করা হয়েছে বলে জানিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ