স্পোর্টস্ ডেস্ক:: বিমানবন্দর সড়কে গত ২৯ জুলাই বাসের চাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব। একই ঘটনায় আহত হন আরও ১৩ জন। এ ঘটনায় উত্তাল সারাদেশ। নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার সারা দেশ, বিশেষত রাজধানীর শিক্ষার্থীরা। আন্দোলনে নেমেছেন বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ আন্দোলন ছুঁয়ে গেছে দেশের সব শ্রেণিপেশার মানুষকে। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। এ নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন পেসার রুবেল হোসেন ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এবার একাত্মতা জানালেন পেসার তাসকিন আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার স্টাটাসটি হুবুহু তুলে দেয়া হলো-
‘আসসালামু আলাইকুম। আশা করি, ভালো আছেন সবাই। আমি এখন বাংলাদেশ “এ” দলের হয়ে আয়ারল্যান্ডে অবস্থান করছি। আমার ইয়াং ফ্যানসদের উদ্দেশ্যে কিছু বলতে চাই-গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার খবরের ঘটনায় আমি অনেক মর্মাহত ছিলাম। ব্যাপারটি আমার খুব খারাপ লাগে। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে তখন গর্ববোধ করেছি। আমি যোগাযোগমাধ্যমগুলোতে দেখেছি, তারা কিভাবে আমাদের কিছু ভুল ভ্রান্তি চোখে দেখিয়ে দিয়েছে৷ আমাদের প্রত্যেক নাগরিকের উচিত আইন মেনে চলা। আমি তোমাদের সাধুবাদ জানাই। আশা করি, নিরাপদ সড়ক বাস্তবায়নে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এর মাধ্যমে খুব দ্রুত সমাধান হবে। সুশৃংখল ও সুন্দর বাংলাদেশ কামনা করি। বাংলাদেশের সকলের জন্য রইলো দোয়া ও ভালোবাসা।’
প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষাকালে জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঝরে যায় দু’টি প্রাণ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ