ভয়াবহ দাবানলের কবলে পড়েছে জার্মানির বার্লিন। আগুন ছড়িয়ে পড়ায় শুক্রবার নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩টি গ্রামের কয়েকশ’ বাসিন্দাকে।
বার্লিনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আশেপাশের এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে অন্তত ৬০০ ফায়ার সার্ভিস কর্মী।
গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় দাবানলের। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সোভিয়েত সেনাদের পুতে রাখা গোলাবারুদ রয়েছে ঐ এলাকায়। তাই রয়েছে বিস্ফোরণের ঝুঁকিও।
এরইমধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিস্ফোরণের ঝুঁকি থাকায় আগুন নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। গাছ কেটে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধের চেষ্টা চলছে।
দাবানল ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ঐ অঞ্চলের রেল যোগাযোগও।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ