স্পোর্টস ডেস্ক: কে বলেছে বাংলাদেশ চাপ নিয়ে খলতে পারে না। তার জ্যলজ্যান্ত প্রমাণ হলো কাল কের এই ম্যাচ। ৬ বলে দরকার ১২ রান তার পরও মুস্তাফিজের রান আউট,দুইটা ডট বল। শিবিরে যখন উৎসবের পূর্ব প্রস্তুতি, ঠিক তখন স্ট্রাইকে মাহমুদউল্লাহ তৃতীয় বলে বাউন্ডারি, চতুর্থ বলে দুই রান, পঞ্চম বলে ছক্কা! ফলাফল? তৈরী হল বিজয় ইতিহাস। এক বল হাতে রেখেই বাংলাদেশের অবিশ্বাস্য জয়।
মাহমুদউল্লাহ রিয়াদের এমন রাজসিক বীরত্বে আইসিসি তাদের অফিশিয়াল পেজে মাহমুদউল্লাহকে নিয়ে টুইট করেছে। ওই টুইটে মাহমুদউল্লাহর ছক্কা হাঁকানোর ছবিও তারা সংযুক্ত করে দিয়ে ক্যাপশনে লিখেছে, “চার বলে ১২ রান প্রয়োজন ছিল। সেখানে সেটা মাহমুদউল্লাহ করে দেখালেন মাত্র তিন বলে। বাংলাদেশ চলে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে”। আরো লিখে, মাহমুদউল্লাহকে ভাসিয়েছে প্রশংসায়, ‘মাহমুদউল্লাহ, তোমাকে কুর্নিশ করছি।
শেষ ওভারে নো না ওয়াইড না ডাকা নিয়ে দানা বাঁধা ক্ষোভই তার জবাব দিলেন মাহমুদউল্লাহ।
আগামী ১৮ তারিখে ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগার বাহিনী।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ