একটি সফল স্বপ্ন বাস্তবায়নের জন্য সব কিছু দিতে প্রস্তুত পিএসজি। আর সে লক্ষেই কাড়ি কাড়ি টাকা ঢেলেছে নেইমার-এমবাপ্পের পেছনে প্যারিসের সফলতম এই দলটি। স্বপ্নটা হলো মাত্র একটা চ্যাম্পিয়ন লিগ শো-কেসে তোলার। কিন্তু নেইমারের ইনজুরি কপাল পুড়িয়েছে পিএসজি কোচ উনাই এমিরির। এই মৌসুম পরে পিএসজির চাকরিটা তার থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন ইউরোপের ফুটবল বাজারে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে সবাই তাকিয়ে আছে মঙ্গলবার (৬মার্চ) রাতে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটার দিকে।
সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৩-১ গোলে হেরে আসায় পার্ক দে প্রিন্সেসের এই ম্যাচে কঠিন সমীকরণ মেলাতে হবে স্বাগতিকদের। এর মধ্যে আবার নেই দলের সেরা অস্ত্র নেইমার। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় মৌসুম একরকম শেষই হয়ে গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কঠিন এই পরিস্থিতিতেও সেরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করার ইচ্ছা এমেরির।
অন্যদিকে, নেইমার ছাড়াও পিএসজি কঠিন দল বলে দলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তার জন্যও যে ম্যাচটি বড় পরীক্ষা। আর নেইমার ছাড়াও যে পিএসজি বড় দল তার প্রমাণ গত মৌসুমে চ্যাম্পিয়ন লিগে পিএসজি-বার্সার ম্যাচে। ঘরের মাঠে সেবার বার্সাকে উড়িয়েই দিয়েছিল পিএসজি। সেটাই পিএসজি'কে সাহস জোগাচ্ছে। সেই সাহস পিএসজি কোচ উনাই এমেরির কন্ঠেও।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ জিদানের সেরা দলের সঙ্গে খেলার কথা জানিয়েছেন। স্পেনের এই কোচ চান ইনজুরির কারণে অনিশ্চিত থাকা লুকা মডরিচ, টনি ক্রুসরা রিয়ালের হয়ে মাঠে নামুক। রিয়ালের সেরা ফুটবলারদের মুখোমুখি হতে ডি মারিয়া, থিয়াগো মোত্তারা প্রস্তুত বলেও জানান তিনি।
উনাই এমেরি বলেন, 'এটা মৌসুমের সেরা খেলার একটা। পিএসজি সমর্থক এবং ফ্রান্সের লোকজন এই ম্যাচের জন্য অধীর আগ্রহে আছে। আমাদের জন্য একধাপ সামনে এগিয়ে যাওয়ার বড় সুযোগ এটা। আমরা রিয়ালের সেরা দলের বিপক্ষেই খেলতে চাই।'
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ