ইতিহাসের সর্বোচ্চ গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, চরম সতর্কতা জারি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ইতিহাসের সর্বোচ্চ গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, চরম সতর্কতা জারি

Share This

আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চ তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা মিলিয়ে বিশ্বের সবচেয়ে গরম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি। ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার তাপমাত্রা। কিন্তু আবহাওয়াবিদদের শঙ্কা, ৪৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে মেলবোর্নের আবহাওয়া অফিসের তরফে। এখনো গরমের আঁচে পুড়ছে গোটা অস্ট্রেলিয়াবাসী। বইছে লু হাওয়া।

দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, সিডনির গত ৮০ বছরের রেকর্ড ভেঙে এবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। এর আগে ২০১৩ সালে সিডনির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

যা কিনা দেশটির ইতিহাসে রীতিমতো ‘বিরলতম’ ঘটনা বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। দরকার না পড়লে আপাতত রাস্তায় না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন সেখানকার আবহাওয়াবিদেরা।

যদিও গরম থেকে বাঁচতে শহরের বিভিন্ন ওয়াটার পার্কে ভিড় বাড়াচ্ছেন সেখানকার মানুষজন। সমুদ্রের ধার থেকে পার্কে সারাক্ষণ শরীর ভিজিয়ে রাখছেন পুরুষ এবং নারীরা। কিন্তু যেভাবে উষ্ণতার আঁচে পুড়ছে দেশ তাতে দেশের মানুষের শারীরিক বিষয় নিয়েও চিন্তিত অস্ট্রেলিয়ার সরকার। এহেন আবহাওয়া থেকে বাঁচতে মানুষকে আগে থেকে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে সরকার।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: