স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে ফিরতে না ফিরতে ফের মাঠের বাইরে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে নিজের ১৮তম ওভারের সময় গোড়ালিতে ব্যাথা অনুভব করায় মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যানে ধরা পড়ে গোড়ালিতে চোট ধরা পড়েছে তার।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে স্টেইনকে। কেপটাউন টেস্টে আর বোলিং না করলেও দলের প্রয়োজনে ব্যাটিং করতে হতে পারে তাকে।
রোববার টেস্টের তৃতীয় দিন তিন পেসার ফিল্যান্ডার, ক্যাগিসো রাবাদা এবং মরনে মরকেলকে নিয়ে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে। স্টেইনকে ছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নেয়ার চ্যালেঞ্জ ফিল্যান্ডাররা জয় করতে পারেন কি না সেটিই দেখার বিষয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Socialize