স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ২০১৭ সালে একটি ওয়ানডে ম্যাচও খেলেনি বাংলাদেশ দল। তবে ২০১৮ সালের শুরুতে বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলবে মাশরাফিরা। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়ে বছর শুরু করবে বাংলাদেশ।
আইসিসি র্যাঙ্কিংয়ে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে থেকে সিরিজ শুরু করবে স্বাগতিকরা। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে আছে শ্রীলঙ্কা। সিরিজের আরেক দল জিম্বাবুয়ে ৫২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দশম অবস্থানে আছে।
তবে ত্রিদেশীয় সিরিজে ফলাফল র্যাঙ্কিংয়ে বদলে দিতে পারে। শীর্ষে থাকে সিরিজ শেষ করলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৫ (বর্তমানে ৯২)। শ্রীলঙ্কা সিরিজ জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮৭ (বর্তমানে ৮৪)।
সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করলে পয়েন্ট বেড়ে হবে ৬১ (বর্তমানে ৫২)। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে পাকিস্তানের সামনেও।
পঞ্চম স্থানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ষষ্ট স্থানে থেকে সিরিজ শুরু করবে সরফরাজ খানরা। অ্যাশেজ সিরিজের পরেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়বে ওয়ানডে ফরম্যাটে।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভগ্নাংশের ব্যবধানে যথাক্রমে চার ও তিন নম্বরে রয়েছে। সিরিজ জেতা হারার উপর নির্ভর করবে কে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Socialize