করোনা সচেতনতায় লালাবাজার ই্‌উপি চেয়ারম্যার পীর ইকবাল এর আহবান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

করোনা সচেতনতায় লালাবাজার ই্‌উপি চেয়ারম্যার পীর ইকবাল এর আহবান

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়েছে সর্বত্রে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা আক্রমণ করেছে। এরই মধ্যে করোনা ভাইরাসে নিহত হয়েছেন ৩জন। এখন পর্যন্ত দেশে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে, সিলেট শহরস্থলীয় ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল ইউনিয়নের সকলকে সচেতনতা অবলম্বন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
90156364_2502683296504732_1588225455192801280_n
বিজ্ঞপ্তিতে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহমদ ও সরকারী পরিপত্রের বরাত দিয়ে বলেন সবাইকে সচেতন হতে হবে। করোনা লক্ষণ হলে ডাক্তারদের পরামর্শ নেওয়ার কথা বলেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages