সাভারের আশুলিয়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় রিকশাচালক ও পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইটখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মৌসুমি আক্তার (২২)। অপর নিহত রিকশাচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত তিনজন হচ্ছেন, ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে দ্রুতগতির একটি বালু বোঝাই ট্রাক টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আশুলিয়া থেকে বাইপাইলে যাচ্ছিল।
এসময় ট্রাকটি ইটখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ও পথচারীদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এক রিকশাচালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আরো চারজনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
নারী ও স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এসকে আবু জাফুর জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই নারীসহ চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় মৌসুমি নামে এক নারীকে মৃত অবস্থায় পান তিনি। অপর তিনজনের শরীরের বিভিন্ন স্থানে অঙ্গহানির কারণে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ