![]() |
২০১৭ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান খতিয়ান |
স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে সমাপ্তিঘণ্টা বাজছে ২০১৭ এর। গোটা ২০১৭ সাল জুড়েই অসাধারণ সব ব্যক্তিগত ও দলগত সাফল্যের দেখা পেয়েছে ক্রিকেট বিশ্ব। এবার দেখবেন ২০১৭ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যানের খতিয়ান।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের বাংলাদেশ জাতীয় দলের খেলোয়ারদের সর্বোচ্চ রানের তালিকা বের করার চেষ্টা করা হয়েছে।
ওয়ানডেতে ২০১৭ সালে সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় সেরা পাঁচ:
১) তামিম ইকবাল ১২ ম্যাচ খেলে বাঁহাতি এই ব্যাসম্যান করেন ৬৪৬ রান। যার মধ্যে শতক ২টি ও অর্ধশতক আছে ৪টি তার এভারেজ ৬৫।
২) তামিম ইকবালের পরেই আছে মুশফিকুর রহিম। তিনি ১৪ ম্যাচ খেলে রান করেছে ৪৫৮ যার মধ্যে শতক আছে ১টি আর অর্ধশতক আছে ৪টি তার এভারেজ ৪৬।
৩) দারুন পারফামেন্স করেও সবার উপরে থাকতে পারেনি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনিও ১৪ ম্যাচ খেলে রান করেছে ৪৩০ যার মধ্যে শতক ১টি ও অর্ধশতক আছে ৩টি তার এভারেজ ৩৭।
৪) মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ ম্যাচ খেলে ৩৬০ রান করে তার অবস্থান চতুর্থ। যার মধ্যে শতক ১টি ও অর্ধশতক আছে ২টি তার এভারেজ ৫২।
৫) বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার আছেন তালিকায় পঞ্চম স্থানে। সৌম্য ১২ ম্যাচ খেলে রান করেছে ২৮৩ যার মধ্যে ছিলো না কোন শতক কিন্তু অর্ধশতক ছিলো ২টি তার এভারেজ ২৫।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন