ব্রাজিলের মত হাসতে পারছে না আর্জেন্টিনা! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ব্রাজিলের মত হাসতে পারছে না আর্জেন্টিনা!

Share This
 
আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষ ম্যাচে মেসি যাদুতে সেই দলটির ২০১৮ বিশ্বকাপ প্রতিপক্ষ অভিষেকের অপেক্ষায় থাকা আইসল্যান্ড, নাইজেরিয়া আর ক্রোয়েশিয়া।

লিওনেল মেসি যার সাথে সবচেয়ে বেশি তুলনা করা হয় সেই রোনালদোর প্রথম পর্বটা তুলনায় মোটেও সহজ হওয়ার উপায় নেই। কারণ, রোনালদোর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল পড়েছে স্পেনের গ্রুপে।

এবারের গ্রুপিং দেখে অন্যতম কঠিন গ্রুপ বলা চলে স্পেন-পর্তুগালের গ্রুপ 'বি'। যেখানে আরো আছে দুই ধারার মরক্কো ও ইরান। তবে ব্রাজিল ও ফ্রান্স, জার্মানি এর ভিন্ন কোনো গ্রুপ চাইতে পারতো না। তবে গ্রুপ পর্বেই স্পেন-পতুর্গাল রোমাঞ্চর দ্বৈরথ দেখার অপেক্ষাটাই এখানে আসল। ঐতিহাসিক শত্রুতা তো তাদের আগে থেকেই আছে! 

 
এবার ডি গ্রুপকে বলা যেতে পারে রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে মজার গ্রুপ। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। ভারসাম্যপূর্ণ একটি গ্রুপ। আর্জেন্টিনা অনেক লড়ে বিশ্বকাপের জায়গা পেয়েছে শেষ ম্যাচে। ক্রোয়েশিয়া তরুণদের নিয়ে দারুণ। দলগত শক্তির কথা বললে এখনকার ফুটবলে অনেকটা স্বতন্ত্র ও চমক নবীন আইসল্যান্ড।

নাইজেরিয়াকে না চাইলেও বারবার আর্জেন্টিনাকে বিশ্বকাপে পেতেই হয়! ব্রাজিলের মতো খুশি হওয়ার মতো গ্রুপ নয় আর্জেন্টিনার।

এই গ্রুপে প্রতিটি দল খুব গুছিয়ে ফুটবল খেলে। এই তিন দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রতিটি দল আক্রমণের পরিবর্তে রক্ষণাত্মক খেলতে বেশী পছন্দ করে। তার মানে তারা ডিফেন্সিভ খেলতে চাইবে আর্জেন্টিনার বিপক্ষে, এতে করে মেসিরা তাদের মূল খেলা খেলতে বেশ চাপে থাকবে। এই তিন দলের সবাই চাইবে আর্জেন্টিনাকে আটকে রাখতে। সেক্ষেত্রে আর্জেন্টিনা গ্রুপ পর্বে কঠিন ম্যাচের সামনে পড়বে এটা নিশ্চিত।

আর্জেন্টিনার কোচ কাদের নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন সেটাই দেখার বিষয়। মেসির সাথে ভাল কম্বিনেশন তৈরি করাটা তার জন্য এক বড় চ্যালেঞ্জ।


-সময়ের সংলাপ24/ডি-এইচ