পঞ্চগড়ে কাদিয়ানীদের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ক্ষুব্ধ মুসল্লি, কাদিয়ানী সম্প্রদায় ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় সূত্র জানায়, আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আহমদ নগর এলাকায় তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসার আয়োজন করে আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানী সম্প্রদায়)। এই জলসাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ঈমান আকিদা রক্ষা কমিটি, ইসলামী যুব সমাজ ও স্থানীয় তৌহিদি জনতা দফায় দফায় আন্দেলনে নামে।
ফেব্রুয়ারির শুরু থেকেই তারা বিক্ষোভ ও স্মারকলিপিসহ বিভিন্ন আন্দোলনে নামে। এমনকি উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরে। প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যার পর আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের এক বৈঠকে কাদিয়ানিদের জলসাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে এই খবর পঞ্চগড় শহরের চৌরঙ্গী এলাকায় পৌঁছানোর আগেই সেখানে বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করে মুসল্লিরা।
এ সময় তারা কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ মুসল্লিরা লাঠিসোটা নিয়ে পঞ্চগড় করতোয়া সেতু পার হয়ে আহমদ নগরের দিকে রওনা হয়। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপসহ মুসল্লিদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মুসল্লিরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পুলিশ ও মুসল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় দেড় ঘণ্টা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও মুসল্লি আহত হন। সংঘর্ষের সময় সড়কের উপর যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে মুসল্লিদের একটি অংশ বিকল্প পথে করতোয়া নদী পার হয়ে আহমদ নগরে কাদিয়ানীদের ওপর হামলা করে। তারা সেখানে ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২১ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলা শহরসহ ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত মোশারফ হোসেন বলেন, আমি আহমদিয়া মসজিদের ছাদে ছিলাম। ওরা দলে দলে আমাদের উপর হামলা করে ইট-পাটকেল ছুড়তে থাকে। বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাদের ছোড়া একটি ইটের টুকরো আমার মাথায় লাগে।
আহমদিয়া মুসলিম জামাত আহমদ নগরের প্রেসিডেন্ট তাহের যুগল বলেন, আমরা যখন প্রশাসনের সাথে সভা করছিলাম তখনই আমরা শুনতে পারি মুসল্লিরা আহমদ নগরে হামলার প্রস্তুতি নিচ্ছে। তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের উপর হামলার দেড় থেকে দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। এ হামলার দায় পুলিশ এড়াতে পারে না।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ জানান, মুসল্লিদের বিচ্ছিন্ন একটি গ্রুপ এই হামলা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কারা এর সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, মুসল্লিদের দাবি ছিল কাদিয়ানীদের জলসা বন্ধ করলে তারা আন্দোলন প্রত্যাহার করবে। আমরা তাদের জলসা স্থগিত করার ঘোষণা দেই। তারপরও তারা এই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।
রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন