হৃদয় বিদারক দৃশ্য, সন্তানকে নিয়ে যাচ্ছে কসাই, সাথে সাথে দৌড়াচ্ছে মা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

হৃদয় বিদারক দৃশ্য, সন্তানকে নিয়ে যাচ্ছে কসাই, সাথে সাথে দৌড়াচ্ছে মা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সন্তানের বয়স বড়জোর ৭-৮ দিন হবে। তাদের শরীর থেকেও দুধের গন্ধ এখনো যায়নি। অথচ এমন সন্তানই চলে যাচ্ছে মাকে ছেড়ে। আর নিয়ে যাচ্ছে এক কসাই। গন্তব্য কসাইখানা। কিন্তু মায়ের মন মানে কিভাবে? তাইতো সন্তানকে নিয়ে যাওয়া গাড়ির সাথে সাথেই দৌড়ালেন মা। কিন্তু গাড়ির গতির সাথে কি আর পারা যায়! না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল মা। 

এখানে মা হল গাভী। আর সন্তান হল তার বাছুরটি। ঘটনাটি নিউজিল্যান্ডের। সেই গরুর নাছোড় দৌড় দেখে অনেকেরই চোখে জল এসেছে। 

এই ভিডিওটি আবারো প্রমান করে দিয়েছে মা তো মা'ই। মানুষের মতই ওদের অনুভূতিও একই রকম। কিন্তু কসাইখানার মালিকদের এসব আবেগ, দুর্বলতার আর কী দাম আছে। তাই নিউজিল্যান্ডের একটি ফার্মের গরুদের এমনই অবস্থা হয়। চোখের সামনে দেখতে হয় দুগ্ধপোষ্যর দুর্দশা। খাঁচায় পুরে ছোট ছোট বাছুরগুলিকে মাংস ব্যবসায়ীরা গাড়িতে চাপিয়ে নিয়ে যান অনেক দূর। আর হাঁফাতে হাঁফাতে মা আর কতটাই বা দৌড়াতে পারবে। 

ভিডিওটি প্রকাশ করেছে নিউজিল্যান্ডের পশুপ্রেমীদের একটি সংগঠন। তারপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। 

-সময়ের সংলাপ24/ডি-এইচ
Comment Using!!

Pages