টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধে যা বললেন মাশরাফি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধে যা বললেন মাশরাফি

Share This

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন ক্রিকেটারের নাম মাশরাফি বিন মর্তুজা। তবে তিনি শুধু একজন ক্রিকেটারই নন , তিনি একজন আদর্শ আধিনায়ক হিসেবেও সুপরিচিত। বাংলাদেশের কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 

কিন্তু চলতি বছরের ৪ এপ্রিল শ্রীলঙ্কা সফরে হঠাৎ করেই ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট টি-টোয়েন্টি থেকে অবসর নেন। কিন্তু কি জন্য এই অবসর তা এখন পর্যন্ত জানায়নি এই আধিনায়ক । তবে জানা যায়, টিম ম্যানেজমেন্ট তথা কোচ চান্দিকা হাতুরুসিংহের কারণেই অমন সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। 

এদিকে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট সিরিজে ভরাডুবি হয় বাংলাদেশের। এর পর থেকে আবারও আলোচনায় এসেছে মাশরাফিকে ফেরানোর পরিকল্পনা। 

এ ব্যাপারে এক সংবাদ মাধ্যমের কাছ থেকে জানা যায়, বোর্ড জানিয়েছে কোচ হাতুরুসিংহের সঙ্গে কথা হয়েছে মাশরাফির, এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও তাকে অনুরোধ করেন টি-টোয়েন্টি সিরিজে থাকার জন্য। কিন্তু নিজের সিদ্ধান্ত কিছুতেই বদলাচ্ছেন না মাশরাফি। ওয়ানডে সিরিজ শেষেই দেশ ফিরে আসবেন তিনি। 

উল্লেখ্য, মাশরাফির অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান তখন বলেছিলেন, ‘দেশের প্রয়োজন হলে মাশরাফি আবার ফিরবে। '

-সময়ের সংলাপ24/ডি-এইচ