সেদিন টাইগার দলে জায়গা না পেয়ে অঝরে কেঁদেছিলেন মাশরাফি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সেদিন টাইগার দলে জায়গা না পেয়ে অঝরে কেঁদেছিলেন মাশরাফি

Share This

স্পোটস ডেস্ক: গতির ঝড় তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তার। আদুরে নাম ‘নড়াইল এক্সপ্রেস’। এখন গতি কমে গেলেও পারফরম্যান্সের ধারটা আছে আগের মতই।

টাইগার দলে নেতৃত্বের গুণেও তিনি অনন্য। বিশ্বকাপে প্রথমবারের মত দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে ফিরেছেন দেশে। তিনি হলেন ১৬ কোটি বাঙালির আস্থার প্রতীক মাশরাফি বিন মুর্তজা।

বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তার হাতে টাইগার দলের দায়িত্ব আসার পর থেকে বদলে গিয়েছে বাংলাদেশ। পেয়েছে ইতিহাস গড়া অনেক জয়। পরাজিত করেছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তানকে।

বাংলাদেশের হয়ে ইতিহাস গড়া এ অধিনায়ক যে সেদিন টাইগার দলে জায়গা না পেয়ে অঝরে কেঁদেছিলেন সে কথা এখন হয়ত অনেকেই ভুলে গিয়েছেন।

২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইনজুরির কারণে ১৫ জনের স্কোয়াডে থাকা হয়নি মাশরাফির। দল ঘোষণার পর মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়েন সবার প্রিয়জন মাশরাফি।

-সময়ের সংলাপ24/ডি-এইচ