স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা দল এখন খেলছে স্প্যানিশ ক্লাবে। কিন্তু স্প্যানিশ ক্লাবে খেললেও বার্সেলোনা যে খুব শীঘ্রেই সেই ক্লাব থেকে বেরিয়ে যেতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা স্পেন থেকে স্বাধীন হওয়ার জন্য ইতিমধ্য নড়চড়ে বসছেন কাতালানরা। আর স্বাধীন হয়ে গেলে আর স্প্যানিশ ক্লাবে খেলতে পারবে না বার্সেলোনা। তাই বার্সা আশা করছে তারা হয়তো স্প্যানিশ ক্লাবে খেল্বে। কিন্তু এবার সেই আশাটি নষ্ট করে দিলেন ওয়েঙ্গার।
তিনি বলেন ,'এমনিতে বার্সেলোনা যোগ দিলে তা অত্যন্ত আকর্ষণীয়ই হবে। কিন্তু ইংলিশ লিগ যদি সম্প্রসারণ করা হয়, যদি বর্তমান ২০ দলের পরিবর্তে ২৪ দলের করা হয়, সেক্ষেত্রে বার্সেলোনার চেয়ে বেশী প্রতিবেশী স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক, রেঞ্জার্সের মতোক্লাব গুলো অগ্রাধিকার পাবে। '
তিনি আরো বলেন ,'যদি বার্সেলোনা যোগ দেয়, তাহলে এখানকার প্রতিটা দলের জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে। তবে আমার মনে হয় না, তারা খুব দ্রুতই যোগ দিতে পারবে।'-সময়ের সংলাপ24/ডি-এইচ