সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে আজ সকাল ১১ঘটিকার সময় বেপরোয়া বাস চাপায় লালাবাজার ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি গোয়ালগাও গ্রামের মনির মিয়ার ছেলে শিফা ফার্মেসির ব্যাবসায়ী কামরুল ইসলাম।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, সকালে নিজের ফার্মেসিতে যাওয়ার সময় ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্স এর সামনে শ্যমলি বাসের ঘাতক চালকের চাপায় ঘটনাস্থলে ব্যবসায়ীর মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী উত্তেজীত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরিস্থিতি তখন থম্থমে বিরাজ করে। পরে প্রশাসনের উর্ধতম কর্মকর্তা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ এর সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিদের বৈঠক হয়। বৈঠকে কয়েক দফা দাবির কথা তুলে ধরা হয়। দাবিগুলো ছিল ঘাতক শ্যমলি ড্রাইবারকে গ্রেফতার করে তড়িৎ গতিতে বিচাররের আওতায় আনা। বাজারে স্পিড ব্রেকার বসানো।
প্রশাসনের কর্মকর্তা ও মিছবাহ উদ্দিন সিরাজ দাবি গুলো পূরণের আসাশ্ব দেন। ঘাতক চালককে গ্রেফতারসহ আজ থেকে লালাবাজার অঞ্চলে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং রাতের মধ্যে স্পিড ব্রেকার বসানোর কার্জকম শুরু হবে বলে জানানো হয়।
এলাকাবাসী দাবির পরিপূর্ণ আশ্বাস পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে লালাবাজার অঞ্চলে বেপরোয়া চালকের কারণে ৪ জন নিহত হয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ