ইমরান তাহির (দক্ষিণ আফ্রিক) - হাসান আলী (পাকিস্তান) - সাকিব আল হাসান (বাংলাদেশ) |
স্পোর্টস করেসপন্ডেন্ট: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় আগ্রহ বেশি থাকে ক্রিকেটারদের। টেস্ট কিংবা টি-টোয়েন্টি, এ দুই ফরমেট থেকেও ওডিআইতে খেলতে বেশি সাছন্দ বোধ করেন ক্রিকেটাররা। এবং ক্রিকেটের বড় বড় টুনামেন্ট অধিকাংশই ওডিআইতে অনুষ্ঠিত।
গত ১৮ অক্টোবর সবশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলারদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ তালিকার সেরা দশ ক্রিকেটারের নাম ও রেটিং তুলে ধরা হচ্ছে গো নিউজের পাঠকদের জন্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত সেরা ১০ ওডিআই বোলারের নাম:
১) হাসান আলী (পাকিস্তান), রেটিং পয়েন্ট: ৭৪৩।
২) ইমরান তাহির (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৭২৬।
৩) জোশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট: ৭১৪।
৪) কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৭০৩।
৫) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট: ৬৮৪।
৬) জাসপ্রিত বুমরা (ভারত), রেটিং পয়েন্ট: ৬৭১।
৭) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), রেটিং পয়েন্ট: ৬৬৫।
৮) অক্ষর প্যাটেল (ভারত), রেটিং পয়েন্ট: ৬৬৩।
৯) রশিদ খান (আফগানিস্তান), রেটিং পয়েন্ট: ৬৪৭।
১০) সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট: ৬৪৬।
সেরা ১০ এর তালিকায় কোন বাংলাদেশি বোলার না থাকলেও ৫৮৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৯ তম স্থানে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-সময়ের সংলাপ24/ডি-এইচ