`আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান' - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

`আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান'

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নিজস্ব প্রতিবেদন: নাম রিনা হক। বয়স ৩৫ বছর। তিনি অনেক দিন যাবত কিডনী রোগে আক্রান্ত। এমনকি উনার ২টি কিডনীই নষ্ট হয়ে গেছে। রিনার স্বামী ঘর-বাড়ি বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করছেন। প্রতিসপ্তাহে ৩টি ডায়ালাইসিস করতে ঢাকাস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে যেতে হয়। সেখানে কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ হামিদের তত্ত্বাবধানে আছেন। এখন স্বামী বা পরিবারের পক্ষে তার ডায়ালাইসিস খরচ বহন করা সম্ভব হচ্ছে না। রিনা বেগম একজন মা, তার দুটি সন্তান রয়েছে। যাদের বয়স ১০ বছর ও আরেক জনের ৬ বছর।  রিনা হকের স্বামী সামান্য বেতনে চাকরী করতেন, এখন বেকার।
তাই রিনা হকের পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী ও  সরকারের সাহায্যের হাত বাড়িয়েছেন।

আমাদের সকলের একটু একটু সাহায্য বাঁচতে দিতে পারে একজন অসহায় মায়ের জীবন।
আমারা নিজে সাহায্য করতে না পারলেও শেয়ার করলে হয়তো কোন হৃদয়বান মানুষের চোখে লেখাটা পরতে পারে।
তাই সবাই শেয়ার করবেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

মোঃ আনা মিয়া (রোগির বাবা)
সঞ্চয়ী হিসাব নং- ৬১০১১২১০০০০০১৬২
মেঘনা ব্যাংক লি. বন্দরবাজার, সিলেট।

শাহ মোঃ নাজমুল হক (রোগির স্বামী)
বিকাশ নম্বর- ০১৮৫২২৭০৭২২

সূত্র- রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বার্ডস

সময়ের সংলাপ24/ ডিএইচ

Comment Using!!

Pages