ম্যাচের বাকি আরো দুই দিন। এরই মধ্যে প্রোটিয়াদের লিড দাড়িয়েছে ২৩০ রানের। হাতে আছে আরো ৮ উইকেট। টাইগারদের সামনে যে পাহাড় সমান লক্ষ্য দাড় করাবে আফ্রিকানরা সেটা খেলা সম্পর্কে যার নুন্যতম ধারনা আছে সেও বুঝতে পারবে। কারন আজকে চতুর্থ দিনে প্রোটিয়ারা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ইনিংস ঘোষনা করলে বাংলাদেশের সামনে তখন পাহাড় সমান বাধা দাড়াবে।
তবে এর থেকে বেড় হওয়ার উপায় জানাচ্ছেন মুমিনুল। তিনি বলেন, সময় গড়ানোর সাথে সাথে উইকেট ব্যাটিং সহায়ক হচ্ছে। যদি তাই হয় তাহলে তো টেস্ট ম্যাচটি ড্র করার সম্ভাবনা আছে বাংলাদেশের সামনে। আর সেই লক্ষ্যেই ব্যাটিং করবে বাংলাদেশ বলেও জানিয়েছেন মুমিনুল।
কিন্তু ম্যাচ ড্র করার জন্য তো টিকে থাকতে হবে উইকেটে। বলের গুনাগুন বিবেচনা করে মোকাবেলা করলে তবেই তো ম্যাচে ভালো কিছু করা সম্ভব। উইকেট উপহার দিলে তো আর ব্যাটিং পিচও বোলিং পিচ হতে সময় লাগবে না। -সময়ের সংলাপ24/ডি-এইচ