দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ২৩০ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ২৩০

Share This

স্পোর্টস ডেস্ক: প্রথমে ফলো-অন এড়ানোর চ্যালেঞ্জ ছিল ব্যাটসম্যানদের সামনে। এরপর ইনিংস যত বড় করা যায়। বাংলাদেশ ফলো-অনের হাত থেকে বাঁচলেও ১৭৬ রানের বড় লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ সেশনে পেসাররা দারুণ বোলিং করে দুই উইকেট তুলে নিয়েছে কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। 

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষ হয়। রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন হাশিম আমলা (১৭) ও বাভোমা (৩)।

এলগারকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন শফিউল। দলীয় ৩০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন প্রথম ইনিংসে ১৯৯ রান করা ডিন এলগার। এর রেশ কাটতে না কাটতেই প্রোটিয়া ব্যাটিং লাইনআপে দ্বিতীয় আঘাত হানেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ।

গতকাল ৩ উইকেটে ১২৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তৃতীয় সেশনে গিয়ে ৩২০ রান তুলে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে তিন উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ (মুমিনুল ৭৭, মাহমুদউল্লাহ্ ৬৬)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে. (এলগার ১৯৯, আমলা ১৩৭, মার্করাম ৯৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; শফিউল ১/৭৪, মোস্তাফিজ ১/৯৮)। -সময়ের সংলাপ24/ডি-এইচ