স্পোর্টস ডেস্ক:: মিয়ান সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এদের বেশির ভাগই শিশু। এসব অসহায় রোহিঙ্গা ও তাদের সন্তানদের সাহায্যে এগিয়ে আসলেন বাংলাদেশী ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
চট্টলার ছেলে তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। সেখানে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। তামিম সুস্থ থাকলে সবগুলো ম্যাচই খেলবেন। সাতটি ম্যাচে তামিম প্রায় ১৫ লাখ টাকা পাবেন ম্যাচ ফি হিসেবে। এই ম্যাচটির সব টাকাই তামিম রোহিঙ্গাদের সহযোগিতার জন্য দান করবেন।
তামিম নিজের স্ত্রী আয়শা সিদ্দিকার অনুপ্রেরণাতেই এই মহতী উদ্যোগ নিয়েছেন। তবে তিনি চাচ্ছেন না বিষয়টি জানাজানি হোক। তামিম বলেছেন, ‘ইন্টারনেটে বাচ্চাদের কি সব ছবি দেখছি! আয়েশা (মিসেস তামিম) খুব অস্থির হয়ে গেছে পানিতে ভেসে ওঠা একটা বাচ্চার ছবি দেখে। আরো কত রোহিঙ্গা বাচ্চার কাহিনী শুনছি। আমাদেরও সন্তান আছে। আয়েশা বলল, আমিও ভাবলাম কিছু একটা করি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন