সবার মনেই আসন্ন ঈদের খুশির আমেজ। ঈদের জন্য দু’হাতে কেনাকাটা করছেন সবাই। কিন্তু চারপাশের এতো আনন্দের মাঝে হাসপাতালের বেডে শুয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সাদমান শাহরিয়ার নামের এক ১৩ বছরের বালক।
১৩ বছরের এই সাদমান শাহরিয়ার একজন কোরআনে হাফেজ। সেই ১১ বছর বয়স থেকেই সে রমজান মাসে খতমে তারাবীহ পড়াচ্ছে। সব ঠিক থাকলে আগামি রমজান মাসেও হয়তো তার পেছনে দাঁড়িয়ে তারাবীর নামাজ আদায় করবে অনেক ধর্মপ্রাণ মানুষ।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এই ছোট্ট বাচ্চা কোরআনে হাফেজের শরীরে বাসা বেঁধেছে ঘাতকব্যাধী ব্লাড ক্যান্সার। বর্তমানে সে ঢাকার এপোলো হসপিটালে চিকিৎসাধীন আছে।
ছোট্ট সাদমানকে বাঁচাতে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার হতদরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সাদমানের বাবা সমাজের সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আসুন, ঈদের এই আনন্দের মাঝে একজন ছোট কোরআনে হাফেজকে সামর্থ অনুযায়ী অল্প অল্প করে সাহায্য করে নিজের ঈদ-আনন্দকে আরও বাড়িয়ে তুলি। আমাদের সবার সম্মিলিত সাহায্যের মধ্য দিয়েই হাসি ফুটে উঠবে একটি পরিবারের মুখে। একজন হাফেজে কোরআনের মুখে।
যোগাযোগ : ০১৮২০৭০০৭০৭ (বাবা)
ব্যাংক একাউন্ট নং: আবু তাহের
হিসাব নং: 0003034002777
Standard Bank, Bohoddarhut Branch, CTG.
বিকাশ নম্বর: 8801850178255 (পার্সোনাল)
উদ্যোক্তা: 01830033326 / 01815109857