স্পোর্টস নিউজ: গতকালকেই ধারণা করা যাচ্ছিল যে জাতীয় লিগে খুলনার ম্যাচটি এমন ফল দেখাবে। বরিশালকে প্রথম স্তরের এই ম্যাচটিতে জয়ী হতে হলে ৩৭১ রান করতে হত শেষ দিনে। ১০ উইকেট হাতে ছিল। কিন্তু বরিশাল তাদের পথটি পারি দিতে পারেননি। তারা খুলনা অধিনায়ক আবদুর রাজ্জাকের স্পিন জাদুতে ২৩৯ রানে পরাজিত হয়। বরিশালের ফজলে রাব্বী ও রাফসান আল মাহমুদ ওপেনিং জুটিতে ৫৮ রান সংগ্রহ করলে মঈনুল ইসলামের বাঁহাতি স্পিনে বরিশালের শুরু হয় বিপর্যয়। ২০ বছর বয়সী খুলনার বাঁহাতি স্পিনারের
জাদুতেই বরিশালের ১০ রানের মধ্যে প্রথম তিনটি উইকেট পড়ে। শুরুটা মঈনুল করলেও রাজ্জাকই এর শেষ করেন।
ওপেনার ফজলের পক্ষে সম্ভব হয়নি বরিশালকে সাহস যোগানো; তাইতো বরিশাল রাজ্জাক ও মঈনুলদের দুর্দান্ত বোলিংয়ে কাঁপছিলেন। রাজ্জাকের স্বীকার হওয়ার আগ পর্যন্ত দলের শেষ উইকেট হিসেবে ৮৮ রান করেছেন। রাজ্জাক প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম পাঁচ উইকেট পেয়েছেন; ম্যাচে উইকেট সংখ্যা ৯। যদিও জাতীয় এখন আর রাজ্জাককে দেখা যায় না; কিন্তু রাজ্জাক ঘরোয়া ক্রিকেটে ভালো খেরার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে, হারিয়ে যাননি রাজ্জাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন