মেসিদের জন্য আজ শেষ সুযোগ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মেসিদের জন্য আজ শেষ সুযোগ

Share This

স্পোর্টস ডেস্ক: নাইজিরিয়া আমাদের সামনে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সেই সুযোগের সম্পূর্ণ ফায়দা তুলতে হবে।মঙ্গলবারের ম্যাচ আর্জেন্টিনার কাছে অগ্নিপরীক্ষা।নাইজেরিয়ানরা ছাড়া সম্ভবত আর কেউ চায় না বুধবারই রাশিয়া থেকে দেশে ফেরার বিমান ধরুক মেসিরা৷ কিন্তু সারা বিশ্বের না-চাওয়াকে চাওয়ায় রূপান্তরিত করতে পারে ‘সুপার ঈগলস’৷ যদিও বিশ্বকাপে চারবারের সাক্ষাতে এখনও পর্যন্ত নাইজেরিয়ার কাছে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা৷ তবে গত বছর নাইজেরিয়ার সঙ্গে শেষ সাক্ষাতে ০-৪ গোলে হার হজম করেছে মেসি অ্যান্ড কোং৷

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়ের মুখ দেখলেই কালো মেঘ সরে যাবে আর্জেন্টিনার আকাশ থেকে৷ চাপমুক্ত হবেন মেসিরা৷ রাস্তা কঠিন হলেও পারাপার অসাধ্য নয় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে৷ কোচ সাম্পাওলি অবশ্য এই ম্যাচকে বিশ্বকাপের ফাইনাল হিসেবে দেখছেন৷ সাম্পাওলি বলেন, ‘পাঁচটা ম্যাচ জিতলেই আমরা ফাইনালে পৌঁছতে পারব৷ মঙ্গলবারের ম্যাচটা আমাদের প্রথম ফাইনাল৷ প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছি না৷ কারণ আমাদের হাতে জয়ের কোনও বিকল্প নেই৷ নিশ্চিত আমরা সেটা পারব৷ মঙ্গলবারে বিশ্বকাপে অন্য আর্জেন্টিনাকে দেখা যাবে৷’

কারণটা আর কিছুই নয়, রাশিয়া বিশ্বকাপে দুঃস্বপ্নের শুরু হয়েছে মেসিদের৷ প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোল নাস্তানাবুদ হয় আর্জেন্টিনা৷ ফলে শেষ ষোলোয় যেতে রাশিয়া বিশ্বকাপে জয়ের মুখ দেখতেই হবে মেসিদের৷ না-হলে ২০০২-এর পর ফের গ্রুপ পর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বচ্যাম্পিয়নরা৷

নাইজেরিয়ার সামনেও চতুর্থবার নক-আউটে ওঠার হাতছানি৷ মেসিদের হারাতে পারলেই প্রি-কোয়ার্টারে জায়গা করে নেবে ‘সুপার ঈগলস’৷ ব্রাজিল বিশ্বকাপেও শেষ ষোলোয় জায়গা করেছিল নাইজেরিয়া৷ কোচ গারনট রোর বলেন, ‘মেসি মহান প্লেয়ার৷ মেসিকে প্রত্যেকেই ভালোবাসে৷ কিন্তু প্রশ্ন এটা নয়, যে এটা মেসির শেষ বিশ্বকাপ৷ প্রশ্ন আমাদের নক-আউটে ওঠা৷’ যদিও চলতি বিশ্বকাপে চূড়ান্ত অফ-ফর্মে রয়েছেন মেসি৷ প্রথম দু’টি ম্যাচে গোলের মুখ দেখেননি আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র৷ ১২টি শট নিয়েও গোলের মুখ দেখেননি মেসি৷

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ