ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন ইমরুল কায়েস ও রুবেল হোসেন। এই দুইজনের বদলি হিসেবে দলে জায়গা পাওয়ার সম্ভবনা রয়েছে মোহাম্মদ মিথুন ও অলরাউন্ডার সাইফউদ্দিনের।
চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে আধিপত্য দেখিয়ে ৮৯ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট। বিসিবি’র বিশ্বস্ত সূত্রের খবর, প্রথম ওয়ানডের চার ওপেনার খেলার ধারা ভাঙতে যাচ্ছে সিরিজ জয়ের মিশনে।
জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করা ইমরুল কায়েস বাদ পড়তে পারেন দ্বিতীয় ওয়ানডে থেকে। প্রথম ওয়ানডেতে শুন্য রানে আউট হন তিনি। তার স্থলে জায়গা পেতে পারে মোহাম্মদ মিথুন। অন্যদিকে রুবেল হোসেনও হারাতে পারেন জায়গা। সেক্ষেত্রে দলে ঢুকে পড়বেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
তবে সূত্রটির এও জানিয়েছে, এটা কেবল সম্ভবনা মাত্র। শেষ মুহূর্তেই সিদ্ধান্ত হবে কোন একাদশ নিয়ে দল সাজাবে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রেখেও সিরিজ জয় নিশ্চিত করার মিশনে নামতে পারে বাংলাদেশ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ