সিলেট: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার জামিন বহাল রাখা হয়েছে।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান বলেন, জিয়াউল ইসলাম মুন্না আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, হারিছ চৌধুরীর বাড়ি সিলেটের কানাইঘাটে। বিগত বিএনপি সরকারের আমলে তিনি ছিলেন খুবই দাপুটে রাজনীতিবিদ। হাওয়া ভবনের সাথে তার ছিল ঘনিষ্ট সম্পর্ক। বর্তমানে তিনি ফেরার রয়েছেন। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। -সময়ের সংলাপ24/ডি-এইচ