বহুল আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির পর সারাদেশে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। দর্শকদের করেছেন হলমুখী। এবার বিশ্বজয়ে বের হচ্ছে ছবিটি। চারটি দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’।
আগামী ১৭ নভেম্বর থেকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকার নানা শহরে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এরমধ্যে প্যারিসের বিখ্যাত পাবলিসিস সিনেমা হলে আগামী ১৭ নভেম্বর ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও কাহিনিকার গাউসুল আলম শাওনের উপস্থিতিতে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটির প্রথম শো প্রদর্শিত হবে।
১৯ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্টিন, শিকাগো এবং ডালাস; কানাডাতে ১৯ নভেম্বর টরেনটো ও ক্যালগেরি; ২৬ নভেম্বর থেকে অস্ট্রোলিয়ার সিডনি, কানবেরা, মেলবোর্ন, ব্রিজবেইন, এডিলেড ও পার্থের সিনেপ্লেক্সে ‘আয়নাবাজি’ মুক্তি পাবে।
এ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘শুধু এ চারটি দেশেই নয়, ফিনল্যান্ড, ইউকে ও নিউজিল্যান্ডেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা চলছে। পর্যায়ক্রমে আমাদের পক্ষে যতদূর সম্ভব ততদূর সিনেমাটিকে পৌঁছে দিবো আমরা। অবশ্যই আমাদের প্রথম টার্গেট প্রবাসী বাংলাদেশী দর্শক, তারপর বিদেশীরা।’
উল্লেখ্য, সাবটাইটেল যুক্ত করেই সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।-সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন