সুবিদবাজারে দুর্বৃত্তের হাতে রাজমিস্ত্রী খুন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সুবিদবাজারে দুর্বৃত্তের হাতে রাজমিস্ত্রী খুন

Share This

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর সুবিদবাজারস্থ সিলভার স্টার মার্কেটের সামনে রাজিকুল ইসলাম রাজু (২২) নামের এক শ্রমিককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাজু বিশ্বনাথ সুনাপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে। শুক্রবার (১১ নভেম্বর ) বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। রাজু সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার ৪২/১৭ নং বাসায় তার মামা আরশ আলীর সাথে ওই বাসায় বসবাস করে সিলেট নগরীতে রাজমিস্ত্রীর কাজ করে আসছে দীর্ঘদিন থেকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর সুবিদবাজারস্থ সিলভার স্টার মার্কেটের একটি ফার্মেসী থেকে ঔষধ নিয়ে আসার জন্য শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয় রাজু। ফার্মেসীর সামনে আসামাত্রই পেছন থেকে মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক রাজুকে পথ আগলে শরীরের বিভিন্ন স্থানে এলোোতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পর স্থানীয়রা রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হাতপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান,অতিরিক্ত রক্ত করণের কারণে রাজুর মৃত্যু হয়েছে। এদিকে খবর পেয়ে কোতোয়অলি থানার ওসি সোহেল আহাম্মদে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য রাজুর লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সূত্র জানায়, এ হত্যাকান্ডের সাথে সিলেট মহানগর ছাত্রলীগের দায়িত্বশীল পদে থাকা এক নেতার আর্শীবাদপুষ্ট কর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে। নিহত রাজুর সাথে কয়েকদিন থেকে ছাত্রলীগের একটি গ্রুপের সাথে বিরোধ চলছে বলে স্থানীয়রা জানান। তবে কাদের সাথে এ বিরোধ চলছিল তা তাদের জানা নেই।

রাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান, কে বা কারা রাজুকে হত্যা করেছে তা জানা নেই। সে দীর্ঘদিন থেকে বনকলাপাড়া এলাকায় মামার সাথে বসবাস করে সিলেটে রাজমিস্ত্রীর কাজ করে আসছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রাজু সবার ছোট।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান,কি কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিষয় তথ্য জানার জন্য কাজ করছে পুলিশ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ হত্যাকান্ডের সাথে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের সংলাপ24/ডি-এইচ

কোন মন্তব্য নেই: