জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করাকে সরকারের নিকৃষ্ট দৃষ্টান্ত আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ করবে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে জিয়ার অবদান কেউ ভুলতে পারবেন না। সরকার রাজনৈতিকভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, অ্যাডভোকট আবদুস সালাম আজাদসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।