অবৈধ ভাবে বুথ থেকে টাকা চুরির সময় চীনা হ্যাকার আটক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

অবৈধ ভাবে বুথ থেকে টাকা চুরির সময় চীনা হ্যাকার আটক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নিউজ ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার সময় এক চীনা হ্যাকারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বুধবার সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটকের সময় ওই হ্যাকারের কাছ থেকে বেশ কয়েকটি মেমোরী কার্ড, কয়েকটি এটিএম কার্ড


ও চীনা পাসপোর্ট জব্দ করা হয়।

র্যাব-২ এর এককর্মকর্তা জানান, আটক চীনা ওই নাগরিক বুথ থেকে অবৈধভাবে ৬৬ হাজার টাকা উত্তোলন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দায়িত্বরত র্যাবের এক সদস্য গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৬ টার সময় ওই হ্যাকার প্রাইম ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করেন। আটকের পর তার কাছে অনেকগুলো মেমোরি কার্ড, ৩ টা এটিএম কার্ড ও চীনের পার্সপোর্ট পাওয়া যায়। ওই চীনা নাগরিক ৩ টি কার্ড ব্যবহার করে ওই টাকা উত্তোলন করে। এর মধ্যে একটি কার্ড ফেলে দিয়েছে। দুইটি তারা জব্দ করেছে।

তবে প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ৬৬ হাজার টাকা উত্তোলন করেছে ওই ব্যক্তি। ওই চীনা নাগরিক এখন র্যাবের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comment Using!!

Pages